




কুষ্টিয়ার কুমা’রখালীতে মাত্র ৫০ টাকা মজুরির জন্য ৫৫ ফুট উঁচু দেবদারু গাছ থেকে মাটিতে পড়ে ইছা হক (৫৫) নামের এক দিনমজুরের মৃ’ত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজে’লার যদুবয়রা





ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোজা খাঁর বাড়িতে এ দু’র্ঘ’ট’না ঘটে।নি’হ’ত ব্যক্তি একই গ্রামের মৃ’ত গফুর শেখের ছে’লে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এলাকাবাসী ও স্বজনরা জানান, ইছা হক উত্তর চাঁদপুর গ্রামের হোসেন মেম্বারের বাড়িতে সারাদিন কাজ শেষে বিকেলে বাড়িতে ফেরার





পথে মোজা খাঁর স্ত্রী’ বাড়ির আঙিনার প্রায় ৫০-৫৫ ফিট উচুঁ তিনটি দেবদারু গাছের ডালপালা কে’টে পরিষ্কার করতে বলেন। একটি গাছের ডাল কা’টা শেষে দ্বিতীয় গাছের মাঝামাঝি উঠতে গেলে তিনি গাছ থেকে পড়ে যান পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতা’লে নেয়ার পথে চাপড়া নামক স্থানে মা’রা যান।নি’হ’তের ছোট ভাই ইউনুছ আলী বলেন, কাজ শেষে বাড়ি ফেরার মতে মোজা খাঁর স্ত্রী’ তিনটি দেবদারু গাছের





ডালপালা কাটতে বলে। এসময় গাছ থেকে পড়ে আমা’র ভাই মা’রা যান গাছের মালিক মোজা খাঁ বলেন, ৫০-৬০ টাকা দিয়ে একেকবছর একেকজনকে দিয়ে দেবদারু গাছের ডাল কা’টান তিনি। বিকেলে ইছা হক গাছের ডাল কা’টার সময় গাছ থেকে পড়ে মা’রা যায়।স্থানীয় ইউপি সদস্য সাইদুল ই’স’লা’ম বলেন, ইছা হক দিনমজুর হলেও এলাকার সবাই তাকে খুব ভালোবাসত। এলাকার সবচেয়ে ভালো মানুষটির হঠাৎ মৃ’ত্যুতে মানুষের মাঝে





শোকের মাতম বইছে কুমা’রখালী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গাছের ডাল কাটতে গিয়ে ইছা হক নামের এক দিনমজুরের মৃ’ত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তবে লিখিত কোনো অ’ভিযোগ পাইনি




