




‘শিশুবক্তা’ নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি পোস্টে





তিনি এ দাবি করেন। পোস্টে মামুনুল হক লেখেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী র্যাব-এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি। এর আগে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে





‘শিশুবক্তা’ নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র্যাব। বুধবার (৭ এপ্রিল) দুপুরে বাংলাভিশন ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি)





ইমরান খান। তিনি জানান, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে





নেত্রকোনা থেকে আটক করা হয়েছে। কখন এবং ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছে এসব বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।




