Home / আন্তর্জাতিক / ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতের তামিলনাড়ুতে আজ বুধবার এ ঘটনা ঘটে।

এই হেলিকপ্টারে তিনি ছাড়াও আরও ১৩ জন ছিলেন। ভারতের বিমানবাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে।
দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটির পাঁচ আরোহী মারা গেছেন। তবে কে কে মারা গেছেন,

তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিপিন রাওয়াতের স্ত্রীও এই হেলিকপ্টারে ছিলেন। তাঁরা দিল্লি থেকে সুলুরে যাচ্ছিলেন। ভারতীয় বিমানবাহিনীর এক টুইট বার্তায় জানিয়েছে,

চিফ অফ ডিফেন্স স্টাফকে বহনকারী হেলিকপ্টারটি বুধবার দিল্লি থেকে তামিলনাড়ুর সুলুরে যাচ্ছিল।
ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ভি৫ মডেলের হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া

হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে ৯ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে বিপিনের কী অবস্থা, তা এখনও জানা যায়নি। হেলিকপ্টারটি বুধরার দুপুরেই সুলুর সেনা ঘাঁটি

থেকে ওয়েলিংটন সেনা ঘাঁটিতে যাচ্ছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

About Gazi

Check Also

বেটি পড়াও বলতে গিয়ে মুখ ফসকে বেটি পটাও, সমালোচনায় মোদি

ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছু দিন আগেই আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার …

Leave a Reply

Your email address will not be published.