Home / খেলা-ধুলা / বিড়ালের সঙ্গে দুপুরের খাবার ভাগ করে প্রশংসায় ভাসছেন পাকিস্তানি ক্রিকেটার

বিড়ালের সঙ্গে দুপুরের খাবার ভাগ করে প্রশংসায় ভাসছেন পাকিস্তানি ক্রিকেটার

খেলার মাঠে কত রকমের দৃশ্যেরই তো দেখা মিলে। ক্রিকেটেও আলোচিত ঘটনা অনেক। মূলত খেলার ভেতরের কিছুর জন্যই আলোচনা হয় বেশি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে খেলার ভেতরের আলোচনার মতো তেমন কিছু ছিলও না অবশ্য। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর দুই টেস্টের সিরিজেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ।

তবে এর মধ্যে পাকিস্তানের ক্রিকেটার আবিদ আলি যেটা করলেন, সেটা হয়ে থাকল ব্যতিক্রম। ঢাকায় সিরিজের শেষ টেস্টের পঞ্চম দিন চলছে। মধ্যাহ্নভোজনের বিরতি শুরু হয়েছে কেবল। দুই দলের ক্রিকেটাররাই একে একে ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে।

এর মধ্যেই চোখ আটকে গেল আবিদের। মিরপুর স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ডে একটা বিড়াল ছিল। মধ্যাহ্নভোজের যাওয়ার আগে পাকিস্তানের ড্রেসিংরুম থেকে আবিদ আলি একটি পাত্রে করে খাবার এনে ছিটিয়ে

দেন বিড়ালটির সামনে। বিড়ালটিও খেতে শুরু করে সঙ্গে সঙ্গে। মধ্যাহ্নভোজের খাবার বিড়ালের সঙ্গে ভাগ করে নেন আবিদ। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পাকিস্তান ক্রিকেট। মুহূর্তেই সেটি ছড়িয়েও পড়ে। প্রশংসায় ভাসেন আবিদ।

About Gazi

Check Also

মুসলিম উসমান খাজার প্রতি সম্মান, ‘মদ-উদযাপন’ বন্ধ রাখল অস্ট্রেলিয়া

হোবার্টে শেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টেস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *