Home / রাজনীতি / এক ঘণ্টার জন্য ইউএনও হলেন দশম শ্রেণীর শিক্ষার্থী বাবলী

এক ঘণ্টার জন্য ইউএনও হলেন দশম শ্রেণীর শিক্ষার্থী বাবলী

এক ঘণ্টার জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করলেন দশম শ্রেণীর শিক্ষার্থী বাবলী।

বাবলী গোয়ালন্দ উপজেলার মডেল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর ১২

পর্যন্ত বাবলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদক

বিক্রি বন্ধের মত ৩টি গুরুত্বপূর্ন সমস্যা সমাধান ক‌রেন।
জানা‌ গে‌ছে, গালর্স টেক ওভার এর আয়োজনে কর্মজীবী

কল্যাণ সংস্থা (কেকেএস) এর সার্বিক সহযোগিতায় একঘণ্টার জন্য ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন বাবলী। এ সময়

উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার এসিল্যান্ড রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কর্মজীবি কল্যাণ সংস্থার পিআইসি

আমজাদ ফকির, পিও পথিক পাল ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম

About Gazi

Check Also

দীর্ঘদিন পর ডা. মুরাদকে পেয়ে কর্মীদের উল্লাস, জন্ম দিলেন নতুন সমালোচনার

অবশেষে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এমপিকে জনসম্মুখে দেখা গেলো …

Leave a Reply

Your email address will not be published.