Home / আলোচিত নিউজ / ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থানে যাওয়ার রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থানে যাওয়ার রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আধিপত্য বিস্তার ও তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়ানো রীতিমতো ঐতিহ্যে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পান থেকে চুন খসে পড়লেই দা, লাঠি, টেঁটা, ফলা

ও বল্লমের মতো দেশীয় মারণাস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। যুগ যুগ ধরে চলা এসব গ্রাম্য সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের। ব্রাহ্মণবাড়িয়ায় করবস্থান যাওয়ার রাস্তা নিয়ে বিরোধের

জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের

ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জাঙ্গাল গ্রামে করবস্থানে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় সাধু বাড়ির গোষ্ঠীর

সাইফুলের সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিমের বিরোধ ছিল। এ নিয়ে গতকাল তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে

সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয়

আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এছাড়া এ ঘটনায় আরও পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছিল।

About Gazi

Check Also

চাকরি পাচ্ছেন না, শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চান আলমগীর!

বাংলাদেশের সব অভূতপূর্ব সৃষ্টিগুলোর জন্মই দেন তরুণরা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনেও তরুণদের ছিল ইতিবাচক …

Leave a Reply

Your email address will not be published.