Breaking News
Home / বিনোদন ডেক্স / ইলিয়াস আমার টাকা-পয়সা, গয়না নিয়ে চলে গেছে: সুবাহ

ইলিয়াস আমার টাকা-পয়সা, গয়না নিয়ে চলে গেছে: সুবাহ

আলোচনা-সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সুবাহকে। ক্রিকেটার নাসিরের সাবেক প্রে’মিকা মডেল ও অ’ভিনেত্রী সুবাহ শাহ হু’মায়রা। সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রে’মের গুঞ্জন চাউর হয় মাস খানেক আগে।

সে সময় সুবাহ নিজেই নতুন প্রে’মের কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত বিয়ে হয় তাদের। সংবাদ সম্মেলনে সুবাহ শাহ হু’মায়রা দাবি করেছেন, ‘ইলিয়াস আমাকে অনেক অ’ত্যাচার করেছে, মা’রধরও করত। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে (ইলিয়াস)

বিয়ে করেছি। আমা’র কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মা’মলা করেছি, বিচার চাই। ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমা’র বাসায় এসে ম’দ খেত। আমা’র বুয়া সেসব পরিষ্কার করত।

এই মডেলের আরও অ’ভিযোগ, ‘সে চলে যাওয়ার সময় আমা’র টাকা-পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।’ স্বামীর কাছ থেকে হু’মকি পাচ্ছেন উল্লেখ করে সুবাহ শাহ

হু’মায়রা আরও বলেন, ‘আমি আগে এসব কিছুর বিচার চাই, এর পর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হু’মকি দিচ্ছে। আমাকে মা’মলা-হা’মলার হু’মকিও দিচ্ছে। এর আগে, নিজের ফেসবুক

পেইজে ইলিয়াসের বি’রুদ্ধে নানা অ’ভিযোগ তুলে পোস্ট দেন সুবাহ। ইলিয়াসের সঙ্গে সংসার করা সম্ভব না, সংসার করার চেয়ে ম’রে যাওয়া ভালো এ ধরনের নানা বিষয় তুলে ধরে তিনি লিখেছেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়েহলুদ করে

হাসিখুশিভাবে বিয়ে করে সংসার করার জন্য; বাচ্চা জন্ম দেয় মা হওয়ার জন্য। আমা’র সঙ্গে বিয়ের পরে ইলিয়াস আর কারিনের এমন কিছু রেকর্ড শুনেছি যেগুলো আপনারা শুনলে অ’বাক হয়ে

যাবেন। এসব শুনে আসলেই ওর সঙ্গে থাকা সম্ভব না। এর থেকে ম’রে যাওয়া ভালো। কিন্তু কিছু ছে’লে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়।

About Gazi

Check Also

পরীমনির বাসা থেকে জব্দ সেই মদের বোতলে প্রায় ৯০ ভাগই পানি

পরীমনির বাসায় ঢুকলে যে কেউ প্রথম দফায় চমকে উঠতেন এক সময়। সারি সারি বিশ্বের নামিদামি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *