Home / খেলা-ধুলা / অবশেষে হেইডেনকে কোরআন উপহার দেয়ার কারণ জানালেন রিজওয়ান

অবশেষে হেইডেনকে কোরআন উপহার দেয়ার কারণ জানালেন রিজওয়ান

টি-টোয়েন্টিতে ডানহাতি ব্যাটসম্যান রিজওয়ানের অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে, ২০১৫ সালে। খাইবার পাখতুনখাওয়া থেকে উঠে আসা এই খেলোয়াড় পরবর্তী দশটি টি-টোয়েন্টি ম্যাচে ১০০ স্ট্রাইক রেটে করেন মাত্র ১০৬ রান,

যা আন্তর্জাতিক পর্যায়ের খেলার জন্য মোটেও যথেষ্ট নয়। অনেকেই রিজওয়ানের ক্যারিয়ারের শেষ দেখে নিয়েছিলেন তখন। শনিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়া এক ভিডিও

সাক্ষাতকারে রিজওয়ান বলেন, “যখন আমরা নামাজ পড়তাম, তখন তিনি আমাদের জামাতের সঙ্গে নামাজ পড়া দেখতেন। আল্লাহতায়ালা তার হৃদয়ে এমন কৌতুহল সৃষ্টি করেছিলেন যে তিনি আমার কাছে নামাজের বিষয়ে জানতে চাইতেন।” এখানেই

থামেননি রিজওয়ান। তিনি আরও বলেন, বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ চলাকালে আমি তাকে বলেছিলাম যদি ভাগ্যে থাকে তাহলে ম্যাচ আমরাই জিতব। আর যদি আমাদের প্রচেষ্টা কম হয়ে থাকে তাহলে অবশ্যই ভারত বিজয়ী হবে। আমার এরকম কথাবার্তা তার

অনুভূতিকে স্পর্শ করেছে। পাক ব্যাটার আরও বলেন, “তখন সময়টা ভিন্ন ছিল। আমি একজনের কাছে একটি কোরআন চাইলাম। যখন তিনি আমাকে কোরআন দিলেন তখন আমি হেইডেনের কক্ষে প্রবেশ করে সেটি তাকে উপহার দিলাম।

তিনি উপহারটি খুব পছন্দ করলেন। আমাদের দায়িত্ব তো যে জিনিস আমরা নিজেদের জন্য পছন্দ করি অন্যের জন্য সেটিই পছন্দ করবো।” রিজওয়ান জানান, যখনই হেইডেনের সঙ্গে তার

কথাবার্তা হতো তখনই তিনি বলতেন কোরআন পাঠ তার কাছে খুব উপভোগ্য মনে হচ্ছে। আর তিনি বেশিরভাগ সময় কোরআনের অনুবাদ পড়তেন বলেও রিজওয়ানকে জানিয়েছিলেন।

About Gazi

Check Also

ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবি

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ নবি। এক সময় দলকে …

Leave a Reply

Your email address will not be published.